সোনারগাঁয়ের মেঘনাঘাট ইসলামপুর এলাকায় জাল জালিয়াতি করে জমি দখলের অভিযোগে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে আদালত।
গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) নারায়ণগঞ্জ আমলী আদালত ভূমি অপরাধ প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোনায়া জারি করে।
আদালতের জারি করা গ্রেপ্তারী পরোয়ানার কপি আব্দুল্লাহ হেল বারীর স্থায়ী ঠিকানা ঢাকা মেট্রোপলিটন খিলক্ষেত থানায় প্রেরণ করা হয়েছে।
আদালতের মামলা সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের হোসেনপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের আওতায় ইসলামপুর এলাকায় হেরিটেজ পলিমার এন্ড লেমি টিউবস লিমিটেডের জমি জাল জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারী এক বিঘার বেশি সম্পত্তি রেকর্ড করে নেয়।
এমন ঘৃণ্য কর্মকান্ডের ঘটনায় হেরিটেজ পলিমার এন্ড লেমি টিউবস লিমিটেডের পক্ষে লিগ্যাল অফিসার মিলন হোসাইন নারায়ণগঞ্জ আদালতে পিটিশন মামলা দায়ের করেন। ওই মামলা তদন্তের জন্য নারায়ণগঞ্জ সিআইডি পুলিশকে নির্দেশ প্রদান করে।
আদালতের নির্দেশনায় নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান তদন্ত শেষে আনন্দ শিপইয়ার্ডের জালিয়াতির মাধ্যমে জমি দখলের সত্যতা পেয়ে গত ১৭ মার্চ আদালতে প্রতিবেদন দাখিল করেন।
জালিয়াতির ঘটনায় তদন্ত কর্মকর্তার প্রতিবেদন দাখিলের পর গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আমলী আদালত ভূমি অপরাধ প্রতিরোধ আইনে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোনায়া জারি করে আদালত।
এমন প্রতারণার বিষয়ে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারীর মোবাইল ফোনে একাধিকবার ফোন দেওয়া হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ক্ষুদে বার্তা দেওয়ার হলেও সাড়া মেলেনি।
খিলক্ষেত থানার ওসি মো. কামাল হোসেন বলেন, গ্রেপ্তারী পরোয়ানার কপি পেয়েছি। তাকে দ্রুততম সময়ে গ্রেপ্তার করে আদালতে সোপার্দ করতে চেষ্টা অব্যাহত রয়েছে।









Discussion about this post