বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে সোহান (২০) নামের কিশোরকে কুপিয়ে হত্যাকান্ডের ঘটনায় মূল হোতা কাজল মিয়া কে গ্রেফতার করেছে র্যাব ১১ ।
এমন নৃশংস ঘটনার পর থেকে পলাতক থাকাবস্থায় মুন্সিগঞ্জ জেলার সদর থানার মুন্সিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় কাজল কে।
গত ১৩ অক্টোবর রোববার রাত সাড়ে ৮টায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের রুপালী বাগান এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত সোহান বন্দরের রূপালী বাগান এলাকার হোসিয়ারী শ্রমিক সালাম মোল্লার পুত্র।
হোসিয়ারী শ্রমিক সোহানকে কুপিয়ে আহত করার পর মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয়রা জানান, রূপালী এলাকায় সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শাহেনশাহের অনুগামী পিংকী গ্রুপের সঙ্গে কাজল গ্রুপের আধিপত্য নিয়ে পূর্ব-বিরোধ চলছিল। এর আগে হামজুর ছেলের সঙ্গে সোহানের ঝগড়া হয়। রোববার রাতে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে কাজল গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা সোহানকে চাকু দিয়ে বুকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোহানের বাবা সালাম মোল্লা জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার ছেলেকে হত্যা করা হয়েছে।
র্যাব ১১ এন প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আজ সোমবার (রোবার দিবাগত) ২১ এপ্রিল মধ্যরাতে গোয়েন্দা নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ বাজার থেকে বন্দরের সালেহনগর এলাকার কাজল বাহিনীর প্রধান মৃত সামছু উদ্দিনের পুত্র কাজল মিয়াকে গ্রেফতার করা হয় ।









Discussion about this post