সোনারগাঁয়ে নিজের বোনের সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন মোঃ রেদোয়ান অনিক (২৬) নামে এক চিকিৎসক।
শুক্রবার (১৮ এপ্রিল) রাতে অনিক তার বোন নাবিলার সঙ্গে পারিবারিক কলহের জেরে ঝগড়া করে রাতে কোন এক সময় আত্মহত্যা পথ বেছে নেয় মোঃ রেদোয়ান অনিক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার দিবাগত (২২ এপ্রিল) রাত ৩টায় তিনি মারা যান। রিদোয়ান অনিক মা ও শিশু বিভাগে এমবিবিএস সম্পন্ন করেছিলেন। মেধাবী এই শিক্ষার্থী ২০১৩ সালে সোনারগাঁ থেকে এসএসসি ও পরবর্তীতে ঢাকায় থেকে লেখাপড়া শেষ করেন।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকায় আশেক আলী ও ফরিদা দম্পতির ছেলে রেদোয়ান অনিকের লাশ হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে এলাকায় ।
এ বিষয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (ওসি তদন্ত) রাশেদুল ইসলাম খাঁন বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।









Discussion about this post