আড়াইহাজারে চার সন্তানের জননী ছুলেখা বেগম (৩০) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (২৩ এপ্রিল) উপজেলার নারান্দী গ্রামে এ ঘটনা ঘটে।
এমন ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী আব্দুর রব মিয়াকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানান, বেলা ১১টার দিকে নিজ ঘরে ছুলেখার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখতে পান প্রতিবেশীরা। এ সময় প্রতিবেশীরা আব্দুর রবকে একটি ধারালো ছুরি হাতে দেখতে পেয়ে তাঁকে আটক করে রাখেন। আর এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে হেফাজতে নেয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, নিহতের স্বামী আব্দুর রবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সকালে ছুলেখার সঙ্গে তাঁর ঝগড়ার এক পর্যায়ে তিনি পিটিয়ে ও গলা কেটে স্ত্রীকে হত্যা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।









Discussion about this post