বন্দরের মহাসড়কে চালককে স্কচটেপ দিয়ে হাত-পা ও মুখ বেঁধে হাতুড়িপেটা করে পিকআপভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১ মে) রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গাল মালিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ বন্দরের কুশিয়ারা এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারী গ্রেফতার ও ছিনতাই হওয়া পিকআপভ্যান উদ্ধার করে।
গ্রেফতাররা হলো :- বন্দর উপজেলার মদনপুর দেওয়ানবাগ এলাকার শহীদুল ইসলাম কারীর পুত্র মাহবুব আলম শিশির (৩২) ও কলাবাড়ি এলাকার মোসলেম মিয়ার পুত্র মো. রাকিব (২৬)।
হামলা ও ছিনতাইকারীর শিকার পিকআপভ্যানের চালক শাহিদুল ইসলাম বলেন, কুমিল্লা থেকে বাসাবাড়ির মালামাল নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বন্দরের জাঙ্গাল মালিবাগ এলাকার জাঙ্গালে এসএইচ ক্যাসেল রিসোর্টের সামনে পৌঁছা মাত্র ৩-৪ জন ছিনতাইকারি তার গাড়ির গতিরোধ করে।
তারা নানাভাবে হুমকি ধমকি দিয়ে হাত-পা ও মুখ স্কচটেপ দিয়ে মুড়িয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে সঙ্গে থাকা নগদ ৯ হাজার ৭৫০, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাকে চিটাগং রোডের শিমরাইল এলাকায় রাস্তায় ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়।









Discussion about this post