নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত নগরীর যানজট নিরসনকল্পে আইনশৃঙ্খলা সভায় সম্মেলনে কক্ষ থেকে এক চাঁদাবাজকে আটক করা হয়েছে।
বুধবার (৭ মে) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে।
আটককৃত অটো চালক রবি মুন্সিগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে জেলা পুলিশ সুপার যখন সবার উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন তখন তার বক্তব্যের মধ্যে ওই চাঁদাবাজ অটোরিকশা চালকদের শহরে চলাচলের বৈধতা দিতে হবে। তা না হলে তাদের নাগরিকত্ব বাদ দিতে হবে বলে হুঁশিয়ারি দেন।
একই সঙ্গে এই চাঁদাবাজ নিজেকে জুলাই আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন বলেন দাবি করেন বক্তব্য দেয় ।
সম্মেলন কক্ষে এসময় কয়েকজন অটোরিকশা চালকসহ অনেকেই বলেন, এই ব্যক্তি লিংক রোডের সাইনবোর্ড ও চাষাঢ়ায় অটোরিকশা বৈধ করিয়ে দেওয়ার নাম করে অনেক অটোচালকের কাছ থেকে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়েছেন।
এ সময় উপস্থিত সবাই তার গ্রেপ্তার দাবি করলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ওই ব্যক্তি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছেন। মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হবে। তিনি পুলিশের নাম করে এবং অটোরিকশা বৈধ করার কথা বলে চাঁদা দাবি করতো।









Discussion about this post