নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভবন অর্থাৎ নগর ভবনে হামলা চালিয়েছেন অটোরিকশা চালকরা।
অটোরিকশা চালকদের এমন হামলায় অন্তত ২০ জন আহত হয়েছে।
মুহুর্তের মধ্যে এমন খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ সোমবার (১২ মে) বিকালে নিতাইগঞ্জের নগর ভবন এলাকায় এ ঘটনা ঘটে। হামল করে অটোরিকশা চালকরা প্রায় এক ঘণ্টা নগর ভবন অবরুদ্ধ করে হামলা ও তান্ডব চালায়।
এই হামলায় আহতরা হলো : সিটি কর্পোরেশনের সুপারভাইজার সম্রাট ইসলাম, যানজট নিরসন কর্মী শাওন, লিটন, পলাশ, সিয়াম, শিমলা ছাড়াও আরো ১০/১২ জন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জানা গেছে, শহরে অটোরিকশা নির্বিঘ্নে চলাচল ও প্রবেশের দাবিতে আন্দোলন করছিলেন অটোরিকশা চালকরা। এমন আন্দোলনের এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে নগর ভবনে হামলা চালিয়ে ভাঙচুর চালায়।
এ সময় তারা বেশ কয়েকজন শিক্ষার্থী ও সিটি কর্পোরেশনের স্টাফ ও কর্মচারীদের মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের উদ্ধার করে শহরের জেনারেল হাসপাতালে নেওয়া হলেও সেখানেও তান্ডব চালায় অটোরিকশা চালকরা।
ব্যাটারিচালিত অটোরিকশা চালক জসিম, সালাম, ফজলু, মিলনসহ অনেকেই বলেন, শহরের এলাকায় অটোরিকশা ঢুকতে পারবে তা নিয়ে আমরা সিটি কর্পোরেশন গেটে আন্দোলন করেছি। তাছাড়া সিটি কর্পোরেশন কর্মী চাঁদাবাজ সম্রাট অটোরিকশা থেকে বিভিন্ন অংশের চাঁদা হাতিয়ে নিচ্ছে। এ নিয়ে কেউ প্রতিবাদ করলে তাকে সে মারধর করে। এ কারণে আমরা আন্দোলন করে আমাদের দাবি জানিয়েছি। তবে আমরা কোনও হামলা করি নাই।
এমন হামলা ও তান্ডবের ঘটনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ওরা সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র নিয়ে আমাদের কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থী প্রতিনিধিদের ওপর হামলা চালিয়েছে। অনেককে গুরুতর আহতও করেছে।
ঘটনার সম্পর্কে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী সাংবাদিকদের জানান, সিটি কর্পোরেশন এলাকায় অবৈধ অটোরিকশা প্রবেশে জরিমানা করার ক্ষোভে অবৈধ গাড়ির চালকরা হামলা চালায়। এতে কয়েক জন আহত হয়েছে বলে জানতে পেরেছি। এই ঘটনায় মামলা হবে অপরাধীদের বিরুদ্ধে।
উল্লেখ্য, শহরে যানজট নিরসনের লক্ষ্যে মূল শহরে সম্প্রতি অবৈধ অটোরিকশা চলাচলে বিধি নিষেধ আরোপ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এমন ঘটনায় প্রতিক্রিয়ায় অটোরিকশা চালকদের অনেকেই হামলা ও তান্ডব চালায়।









Discussion about this post