‘নারায়ণগঞ্জ একটি সন্ত্রাসী চক্রের কাছে জিম্মি ছিল। এতো কষ্ট ও নির্যাতিত হওয়ার পরও জেলা যুবদল ও জেলা বিএনপি পরিবার স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সব সময় একটি সক্রিয় অবস্থানে ছিল। এই তারুণ্যের সমাবেশেও পূর্বের ন্যায় আপনাদের সর্বাত্মক সক্রিয় ভূমিকা রেখে সমাবেশে ঢেউ উঠাতে চাই।’
এভাবেই যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল আজ বুধবার (২১ মে) সোনারগাঁয়ে একটি অভিজাত রেস্টুরেন্টে তারুণ্যের সমাবেশের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।’
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের সার্বিক তত্ত্বাবধানে জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির সঞ্চালনায় প্রস্তুতিমূলক এ সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ৷
এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল হক জিয়া।
উক্ত সভায় নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আসা নেতারা সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় রেজাউল করিম পল আরও বলেন, ২৮ মে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। যারা মনে করছে বাংলাদেশের তরুণ ও যুব সমাজ আমাদের ব্যক্তিগত সম্পদ তাদের দেখিয়ে দিতে চাই বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে এ দেশের যুবসমাজ একত্রিত রয়েছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা যুবদল আগামী সমাবেশে সর্বাত্মক অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করছি।’









Discussion about this post