রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি নাছরিন আক্তার চম্পাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ জুন) দুপুরে উপজেলার বিরাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাছরিন আক্তার চম্পা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামের সহধর্মিণী।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি নাছরিন আক্তার চম্পা সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর ছত্রছায়ায় এলাকায় সাধারণ কৃষকের জমি থেকে জোরপূর্বক মাটি কেটে বিক্রি, জমি দখলসহ নানা হয়রানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। আওয়ামী লীগের সরকারের পতনের পর এলাকা থেকে গা-ঢাকা দিয়েছিল চম্পা ও তার স্বামী সাইফুল ইসলাম।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিরাবো এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে উপজেলা মহিলা লীগের সহ-সভাপতি নাছরিন আক্তার চম্পাকে গ্রেফতার করে পুলিশ।









Discussion about this post