বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় বাবা ও ভাইদের মারধরে আজিম মিয়া (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সংশ্লিষ্টদের দাবি, পারিবারিক কলহের জেরে আজিমকে মারধর করা হয়। এতে তার মৃত্যু ঘটে।
সোমবার (২ জুন) সকালে দক্ষিণ ঘারমোরা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ আজিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
দক্ষিণ ঘারমোরা এলাকার মোহাম্মদ আলীর পুত্র নিহত আজিম। নিহতের আজিমের মা আনোয়ারা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
আনোয়ারা বেগম জানান, ‘সোমবার সকালে আমাদের মারতে আসেন আজিম। আমি ছেলেকে বাধা দেই। কিন্তু সে বাধা মানে নাই। এতে মারামারি হয়।
নিহতের স্ত্রী দিবা বেগম জানান, আজিমের বাবা মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে অসুস্থ। তার আয়ের উৎস না থাকায় বাবার চিকিৎসার জন্য কোনো টাকা দিতে পারেনি। এ নিয়ে রোববার সকালে বাবা ও ভাইদের সঙ্গে আজিমের তর্কাতর্কি ও মারামারি হয়। এক পর্যায়ে বাবা মোহাম্মদ আলী, দুই ভাই দিদার ও আনোয়ার হোসেন মিলিত হয়ে আজিমের ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে মারধরের এক পর্যায়ে ঘটনাস্থলেই আজিমের মৃত্যু হয়।
দিবা বেগম আরো বলেন, ‘স্বামীকে বাঁচাতে গিয়ে আমিও তাদের মারধরের শিকার হইছি, আমি স্বামী হত্যার বিচার চাই।’
এ বিষয়ে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘আজিম মাদকাসক্ত ছিলো, প্রায়ই বাবা-মাকে মারধর করতো বলে এলাকাবাসী জানিয়েছেন। এ নিয়ে রোববার তাদের মধ্যে মারামারি হয়। এর জেরে আজিমকে পিটানোর পর মারা যায়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’









Discussion about this post