ব্যাপক আলোচিত সমালোচিত নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক থাকাবস্থায় বহিষ্কৃত নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। দলীয়ভাবে বহিস্কৃত হলেও ফতুল্লার রাজনীতিতে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে রিয়াদ চৌধুরী।
আজ মঙ্গলবার (৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পান রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
জেল সুপার ফোরকান মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে আদালতের আদেশে মুক্তি দেয়া হয়েছে।
১৫ মে (বৃহস্পতিবার) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। এর কিছুক্ষণ পরেই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদ চৌধুরীকে আটক করে পুলিশ।
মুঠোফোনের অডিও রেকর্ড মোতাবেক ফতুল্লার ডাইং ব্যাবসায়ী আজাদকে কারখানা পোড়ানোর হুমকি দেয়ার অভিযোগ ওঠে রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে। যদিও ওই ব্যবসায়ী আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে ঘটনাটি পারিবারিক বলে দাবী করে অভিযোগ দায়ের করতে অস্বীকৃতি জানান ওই ব্যবসায়ী।
এমন অডিও রেকর্ড কে কেন্দ্র করে ফতুল্লা মডেল থানা পুলিশ বাদী হয়ে থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে কারাগলে পাঠায়।
আজ মঙ্গলবার রিয়াদ মোহাম্মদ চৌধুরী কারাগার থেকে মুক্তি পাওয়ার ঘটনায় ফতুল্লায় আনন্দের বন্যা বইছে রিয়াদ বলয়ে।









Discussion about this post