রূপগঞ্জে সাব্বির হোসেন খোকা নামের এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিয়ে ছাত্রদল-যুবদলের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১০ জুন) উপজেলার ভুলতা এলাকার মাঝিপাড়ায় ঘটেছে এমন ঘটনা।
আহতরা হলো : ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদলের ভাই মামুন ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভুলতা ইউনিয়ন সদস্য সাব্বির হোসেন খোকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদল ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সাব্বির হোসেন খোকাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যান। আর এ সময় সাব্বির কে ছাড়িয়ে নিতে ভুলতা ইউনিয়ন ছাত্রদলের সদস্য শান্ত ঘটনাস্থলে আসে।
এমন ঘটনায় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে একে অপর পক্ষের লোকজনকে লক্ষ্য করে গুলি করে।
গুলিবর্ষনের ঘটনায় আতংকিত অনেকেই বলেন, রূপগঞ্জে ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে ছাড়াতে অস্ত্র নিয়ে সাধারণ মানুষের উপর গুলিবর্ষণ করেছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানের ভাতিজা জাইদুল বাবু। এ ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা নেয়া হয়েছে। এই মাহবুবুর রহমান ও তার ভাতিজা জাইদুল বাবুসহ পুরো বাহিনীর কাছে রয়েছে অসংখ্য অস্ত্র । যা আজকে প্রদর্শন হয়েছে । এই চক্রকে আটক করলেই বেড়িয়ে আসবে অবৈধ অস্ত্রের বিশাল মজুদ।
এলকাবাসী আরো জানান, রূপগঞ্জের সাবেক এমপি ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকা। ক্ষমতায় থাকাকালীন সময়ে এলাকায় নানান অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই খেকার বিরুদ্ধে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরও ছাত্রলীগের এ নেতা মিছিল করেছেন। আর এই খোকাকে আটকে রাখার খবর জানতে পেয়ে দলবদ্ধ হয়ে কয়েকটি অস্ত্র নিয়ে ঘটনাস্থলে আসেন মাহবুবুর রহমানের ভাতিজা জায়দুল বাবু। এসময় স্থানীয় জনতার দিকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন বাবু। আর এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মামুন ভুইঁয়া।
আর গোলাগুলিতে ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদলের ছোট ভাই মামুন গুলিবিদ্ধ হন। এ সময় বাদলের লোকজন ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সাব্বির হোসেনকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা গুলিবিদ্ধ মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ঘটনার সম্পর্কে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গণপিটুনির শিকার খোকা আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত বাবু পলাতক অবস্থায় আছেন। এ ঘটনায় এখনও কোন মামলা দায়ের করা হয়নি। ভিকটিমের পরিবার দ্রুত মামলা করবে এবং আইনগত ব্যাবস্থা নেয়া হবে।









Discussion about this post