মুক্তিপণ না পেয়ে দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার হয়েছেন নারায়ণগঞ্জের প্রবাসী মুহাম্মদ আলমগীর হোসেন ইকবাল।নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের বাসিন্দা তিনি।নিহতের পরিবারের সূত্রে জানা যায়, ২ জুন রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গাড়ি থেকে মালামাল আনলোড করার সময় চারজন অস্ত্রধারী সন্ত্রাসী আলমগীরকে অপহরণ করে। অপহরণকারীরা তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে প্রথমে ৫০ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি টাকা) মুক্তিপণ দাবির পর দরকষাকষির এক পর্যায়ে ১ কোটি টাকায় নামিয়ে আনে তারা।
পরিবার সেই টাকা দিতে পারায় অপহরণকারীরা আলমগীরকে হত্যা করে।
বৃহস্পতিবার (১২ জুন) কুইন্সটাউনের একটি জঙ্গল থেকে মুহাম্মদ আলমগীর হোসেন ইকবালের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।নিহতের ভগ্নিপতি শরিফুর রহমান ঢালী বলেন, ‘আমরা বহুবার অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করেছি। শেষ পর্যন্ত তাদের চাহিদামতো টাকা জোগাড় করতে পারিনি। আর সে কারণেই তারা ইকবালকে হত্যা করে ফেলে গেছে। ‘
দীর্ঘদিন যাবৎ আলমগীর দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন এবং সেখানে নিজস্ব ব্যবসা ছিলো তার। নিহত মুহাম্মদ আলমগীর হোসেন ইকবালের পরিবারে রয়েছেন মা, স্ত্রী ও দুই সন্তান।
পরিবারের সকলে বর্তমানে নারায়ণগঞ্জ শহরে বসবাস করছেন।নিহতের লাশ ১৫ জুন রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে পৌঁছাবে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।
Discussion about this post