অসংখ্যবার সতর্কতা জারীর পর কোন ব্যবসায়ী অথবা ব্যবসায়ী সমিতির কেউ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সতর্কতা কর্ণপাত না করার জেরেই এবার নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার হাকিম প্লাজা মার্কেটে (কাটা কাপড় মার্কেট) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বুধবার (১৮ জুন) সকাল সোয়া ১০টার দিকে মার্কেটটিতে আগুন লাগে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মণ্ডলপাড়া স্টেশনের ফায়ারম্যান আবদুল বাতেন জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আগুনে মার্কেটের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এই এলাকায় হাজার হাজার দোকান রক্ষা পেয়েছে আগুণ নিয়ন্ত্রণে আনার কারণে।
প্রাথমিক তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে বলেও জানান, ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া স্টেশনের ফায়ারম্যান আবদুল বাতেন ।









Discussion about this post