সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়ায় স্ত্রী আনোয়ারা বেগমকে হত্যার দায়ে মো. মানিক পাটোয়ারীকে (৫৭) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তকে আরো ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক উল্লেখিত রায় প্রদান করেন।
এ বিষয়ে কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ কাইউম খান জানান, আসামির উপস্থিতিতে আদালত উল্লেখিত রায় দেন।
জানা যায়, ২০২৩ সালের ১৮ জানুয়ারি স্ত্রী আনোয়ারা বেগমকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে মো. মানিক পাটোয়ারী। মায়ের হত্যার ঘটনায় নিহতের মেয়ে স্বর্নালী বাদি হয়ে মামলা করেন।
ঘটনার সম্পর্কে আদালতের অতিরিক্ত পিপি এড. নজরুল ইসলাম মাসুম বলেন, দাম্পত্য কলহের জেরে মানিক পাটোয়ারি তার স্ত্রীকে হত্যা করেন বলে প্রমাণিত হয়। আদালত ১০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে মানিক পাটোয়ারিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।









Discussion about this post