রাতভর বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকায় সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুপক্ষ।
শুক্রবার ২০ জুন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত দফায় দফায় উপজেলার ২২ নম্বর ওয়ার্ডে এই সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক), অপরজন কে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা বলছে, অটোরিকশার স্ট্যান্ডের চাঁদাবাজ্জ নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে সংর্ঘষ হয়েছে। আর পুলিশ বলছে, আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ।
বন্দর শাহী মসজিদ হাফিজীবাদ এলাকায় সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা হান্নান সরকারের দুই সমর্থক গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। গত দুদিন যাবৎ সাবেক কাউন্সিলর হান্নানের সমর্থক রনি-জাফর গ্রুপ ও বাবু-মেহেদী গ্রুপ এলাকার আধিপত্য বিস্তারে মহড়া দেয়। শুক্রবার অটোরিকশা স্ট্যান্ড নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ ও দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ (আট) জন আহত হয়। এমন সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনী, র্যাব, গোয়েন্দা সংস্থার উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত হয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো পর্যন্ত কোন মামলা দায়ের হয় নাই।’









Discussion about this post