আড়াইহাজার পৌরসভার তিনজন সাবেক কাউন্সিলরকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৩ জুন) দুপুরে তারা আড়াইহাজার থানার একটি মামলায় আাদলতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠান।
জানা গেছে, আড়াইহাজার পৌরসভার সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম, জাকির হোসেন রাশেদুল হক আড়াইহাজার থানায় দায়ের করা ১২(৮)২৪ নম্বর মামলায় জামিন চেয়ে আদালতে আত্মসমর্পণ করেন।
এ সময় আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তিন জনকেই জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।









Discussion about this post