চাঞ্চল্যকর সাত খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ, মাসুদ রানা ও আরিফ হোসেনকে কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত।
আজ সোমবার (১৪ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ কথা জানান।
বিগত সময়ে গুমের মামলায় তদন্তের স্বার্থে এ অনুমতি পেয়েছে তদন্ত সংস্থা এবং এ মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান জড়িত রয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, এদিন জুলাই-আগস্টের গণহত্যার আরও একটি মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত ।
রাজধানীর চাঁনখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ৭ আগস্ট। গুমসহ আরও ৬ মামলার শুনানি হয় ট্রাইব্যুনালে বলেও জানান তিনি।
প্রসঙ্গত: ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি ককর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ পাঁচ জনকে অপহরণ করা হয়। বিষয়টি দেখে ফেলায় অপহরণের শিকার হন আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক মো. ইব্রাহিম। তিন দিন পর ২৯ ও ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে ৬ জনের মরদেহ, পরদিন১ মে পাওয়া যায় আরেকজনের মরদেহ। নজরুল, চন্দন ও ইব্রাহিম ছাড়া হত্যার শিকার অন্য ব্যক্তিরা হলেন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম।
ওই নির্মম হত্যাকাণ্ড হওয়া দুই মামলায় ২০১৬ সালের ১৬ জানুয়ারি ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন দণ্ডিত ব্যক্তিরা। এরপরে ১৫ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল এবং অপর ১১ আসামির দণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেন উচ্চ আদালত। এ ছাড়াও বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ পাওয়া ৯ আসামির দণ্ড বহাল রাখা হয়। আসামিপক্ষ হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে এখনও তা নিষ্পত্তি হয়নি।
উচ্চ আদালতের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিদের মধ্যে তারেক সাঈদ ছাড়া রয়েছেন সাবেক কোম্পানি কমান্ডার মেজর (চাকরিচ্যুত) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার (চাকরিচ্যুত) এম এম রানা এবং সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা নূর হোসেন।
কারাগার সূত্রে জানা যায়, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেলে আছেন তারেক সাঈদ। এম এম রানা আছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার–২–এ। আর আরিফ আছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার–৪–এ এর কনডেন সেলে। এই কনডেম সেলে থেকেও নানা অপরাধের ছক করে যাচ্ছে সাত খুনে জড়িতরা









Discussion about this post