সূর্য উঠার সাথে সাথেই শহরের চাষাড়া হকার্স মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০/৩৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকেই।
আজ শুক্রবার (১৮ জুলাই) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় আগুন নেভাতে গিয়ে ৫ জন আহত হয়েছেন। প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।,
জানা যায়, ভোর ৬টার দিকে হকার্স মার্কেটে হঠাৎ আগুন জ্বলতে দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করে পরে তারা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানোর পর ফায়ার সার্ভিসের টিম উপস্থিত হয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, হকার্স মার্কেটটির অধিকাংশই কাপড়ের দোকান। দোকান গুলোতে লাখ লাখ টাকার মালামাল ছিলো। আগুনে আমাদের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান জানান, আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে মন্তব্য করতে হবে।









Discussion about this post