প্রধান প্রতিবেদক :
“দেশের দুর্যোগ মোকাবিলা, দুর্ঘটনা প্রতিরোধ ও মানবিক সংকট ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা জাতির অগ্রযাত্রাকে ত্বরান্বিত করে”—এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
তিনি বলেন, “স্বেচ্ছাসেবী শক্তিই যেকোনো বিপর্যয়ে জনগণের প্রথম ভরসা। তরুণদের এই কাজে আরও সম্পৃক্ত করতে হলে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় অপরিহার্য।”
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ফায়ার সার্ভিস মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মাঠপর্যায়ে তাদের কার্যক্রম প্রদর্শন করে। দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবিলার কৌশল, উদ্ধার তৎপরতা, প্রাথমিক চিকিৎসা—এসব বিষয়ে প্রশিক্ষণভিত্তিক মহড়া উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারী সংগঠনগুলো নিজেদের সক্ষমতা, অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরে ভবিষ্যৎ পরিকল্পনাও উপস্থাপন করে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “স্বেচ্ছাসেবা শুধু মানবিক কাজ নয়—এটি একটি শক্তিশালী সামাজিক আন্দোলন। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক সংগঠন—সব ক্ষেত্রেই স্বেচ্ছাসেবা সংস্কৃতি বিস্তৃত করতে হবে।”
অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, তরুণ স্বেচ্ছাসেবকসহ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের তাৎপর্য তুলে ধরে সবাইকে সমাজ পরিবর্তনে স্বেচ্ছাসেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।









Discussion about this post