নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জ, ৫ ডিসেম্বর ২০২৫ :
নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর এলাকায় বুধবার (৪ ডিসেম্বর) পরিচালিত দুইটি মোবাইল কোর্ট অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এসময় জরিমানা আদায়সহ এক ম্যানেজারকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে চলমান এ অভিযানে অবৈধ গ্যাস ব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
প্রথম অভিযানে বাণিজ্যিক গ্রাহক শ্রেণিতে অবৈধ সংযোগের প্রমাণ পাওয়া গেলে ৩/৪ ইঞ্চি ব্যাসের এম এস পাইপ ৮০ ফুট এবং একই ব্যাসের হোস পাইপ ১০০ ফুটসহ মোট প্রায় ১৮০ ফুট পাইপলাইন অপসারণ করা হয়। এ স্থাপনাগুলোতে পাওয়া যায় ১৩টি স্টার বার্নার, ১টি ডাবল চুলা, ৮টি সিঙ্গেল চুলা, ৪টি মডিফাইড বার্নার এবং ১টি বুস্টার। এসবের সম্মিলিত সংযুক্ত লোড ছিল ৬০০ ঘনফুট প্রতি ঘণ্টা। অবৈধ সংযোগ ব্যবহার করার দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
দ্বিতীয় অভিযানে ১/২ ইঞ্চি ব্যাসের ৮০ ফুট (প্রায়) হোস পাইপ অপসারণ করা হয়। এখানে বাণিজ্যিক শ্রেণিতে ৫টি স্টার বার্নার পাওয়া যায়, যার মোট সংযুক্ত লোড ছিল ২১৬ ঘনফুট প্রতি ঘণ্টা। একই স্থানে নবাবী স্বাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ম্যানেজার দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে তাৎক্ষণিকভাবে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
এ ধরনের অভিযান অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার (পিআরও) মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।









Discussion about this post