নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ একটি কাভার্ড ভ্যান ও একজন পাচারকারীকে আটক করা হয়েছে।
আজ সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আড়াইহাজার থানার বিশনন্দী ফেরিঘাট এলাকার বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করে র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি হলুদ রঙের কাভার্ড ভ্যান থামানো হয়। গাড়ির চালক মো. শ্রী সাগর চন্দ্র দাস (২৮) ভ্যানের ভেতরে কী রয়েছে সে বিষয়ে সন্তোষজনক জবাব দিতে না পারায় তল্লাশি করা হয়। তল্লাশিতে তিনটি লাল ও একটি সাদা প্লাস্টিকের বস্তায় মোট ৬৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া পাচারে ব্যবহৃত একটি স্যামসাং গ্যালাক্সি এ২২ ফাইভজি মোবাইল ফোনও জব্দ করা হয়।
র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদকগুলো ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল।
আটক সাগর চন্দ্র দাসকে আড়াইহাজার থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।









Discussion about this post