রূপগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্টে আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক যুবক গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
রোববার (৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে তারাব পৌরসভার রসুলপুর এলাকায় এ সংঘর্ষ হয়।
গুলিবিদ্ধ শহিদুল ইসলাম উপজেলার বরাব ছাপরা মসজিদ এলাকার আল ইসলামের ছেলে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রসুলপুর এলাকার বাসিন্দা সাকিবুল হাসান সম্প্রতি রূপগঞ্জ মানবাধিকার সংস্থার সদস্য নির্বাচিত হন। বিষয়টি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলে একই এলাকার মাহিম নামের এক যুবক সেখানে অশ্লীল মন্তব্য করেন। মন্তব্যকে কেন্দ্র করে উভয়ের মধ্যে অনলাইনে বাকবিতণ্ডার সূত্র ধরে রাতেই দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। সংঘর্ষ চলাকালে শহিদুল ইসলাম নামে এক যুবক গুলিবিদ্ধ হন। এছাড়া উভয় পক্ষের আরও চারজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সাকিবুল হাসান অভিযোগ করে বলেন, “আমি মানবাধিকার কমিশনের সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টি পোস্ট করায় মাহিম আপত্তিকর মন্তব্য করে। এর প্রতিবাদ করতেই সে তার ক্যাডার বাহিনী নিয়ে আমার বাড়িতে হামলা চালায়।”
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “ফেসবুকে মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকাটি শান্ত রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ফেসবুক কেন্দ্রিক অনলাইনের ছোট বিরোধ কিভাবে মুহূর্তেই সহিংসতায় রূপ নিতে পারে—রূপগঞ্জের এই ঘটনাটি তার আরেকটি উদাহরণ বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।









Discussion about this post