শাহজাহান কবির (আড়াইহাজার থেকে) :
(৮ ডিসেম্বর)
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের দড়িগাঁও এলাকায় হাড়িদোয়া নদী থেকে আনোয়ারুল ইসলাম (২৫) নামে এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহত আনোয়ারুল ইসলাম ওই এলাকার মালয়েশিয়ান প্রবাসী বাচ্চু মিয়ার ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন এবং এলাকাতেই কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
আড়াইহাজার থানার কর্মকর্তা–ইন–চার্জ (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
“এটি হত্যা নাকি দুর্ঘটনা—এ মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে,” যোগ করেন ওসি।
ঘটনার পর এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। পরিবার ও এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে পুলিশ প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্তের রিপোর্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
নিহতের পরিবার শোকে স্তব্ধ। কী ঘটেছিল তার সন্ধান জানার অপেক্ষায় তারা তাকিয়ে আছে আইনশৃঙ্খলা বাহিনীর দিকে।









Discussion about this post