প্রধান প্রতিবেদক :
নারায়ণগঞ্জের সাম্প্রতিক রাজনৈতিক-ব্যবসায়িক অঙ্গন যেন অদ্ভুত এক নাটমঞ্চ—যেখানে চরিত্র পাল্টায় মুহূর্তেই, আর আলোচনার কেন্দ্রে থাকে টাকার বস্তা। বিকেএমইএ থেকে শুরু করে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স—সবখানেই চলছে দখল, প্রভাব আর ‘গুঞ্জনের রাজনীতি’। এই নাটকের প্রধান চরিত্র হিসেবে বারবার উঠে আসছে বিতর্কিত নাম মাসুদুজ্জামান ওরফে মডেল মাসুদ।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে মাসুদ—গোষ্ঠী পাল্টালেই কি চরিত্র পাল্টায় ?
গুঞ্জন বলছে, বিগত সরকারের সময় নানা প্রভাবশালী মহলের সঙ্গে সখ্য গড়ে তুলেই তিনি ব্যবসায়িক সাম্রাজ্য দাঁড় করিয়েছেন। সিটিজেন ব্যাংক সংশ্লিষ্ট হাজার কোটি টাকার গুঞ্জনও জনমনে বহুল প্রচলিত হলেও এসব অভিযোগের কোনোটি আদালতে প্রমাণিত হয়নি—তবুও আলোচনা থামছে না।
আজ সেই মাসুদই আবার নতুন পোশাক পরে নেমে পড়েছেন রাজনৈতিক মাঠে। মাত্র এক বছরে বিএনপির রাজনীতিতে উঠে আসার পর এখন তিনি ধানের শীষের টিকিট হাতে নিয়ে নারায়ণগঞ্জের মাঠে ‘রাজনৈতিক মহাযাত্রায়’ মেতে উঠেছেন। আলোচকরা বলছেন—”টাকা থাকলে রাজনীতি কঠিন কিছু নয়”।
টাকার গন্ধে মৌমাছির ভিড়—‘মাসুদ ব্লক’-এর বিস্তৃতি
নারায়ণগঞ্জে সাধারণ মানুষের মাঝে প্রশ্ন—“রাজনীতিতে যোগ দিতে বছর লাগে, পদ পেতে লাগে আরও সময়—কিন্তু মাসুদের ক্ষেত্রে এমন দ্রুত উত্থান কেন?”
গুঞ্জন আরও বলছে, তার ‘কালোটাকার বদান্যতায়’ লাভবান হতে চান বহু স্থানীয় নেতা-কর্মী। তাই একের পর এক লোকজন ‘মাসুদ ব্লকের’ দিকে ঝুঁকছেন।
বন্দর প্রেসক্লাব: গোপন অনুদানে আগুন—অনাস্থায় কেঁপে উঠল ক্লাব
তবে সবচেয়ে বড় ঝড় উঠেছে বন্দর প্রেসক্লাবে।
অভিযোগ—ধানের শীষের প্রার্থী মডেল মাসুদের দেওয়া ৩ লাখ টাকার অনুদান গোপন রেখে আত্মসাতের চেষ্টা করেছিলেন প্রেসক্লাব সভাপতি আতাউর, সহ-সভাপতি দীন ইসলাম দিপু ও উপদেষ্টা জিএম মাসুদ।
গোপনে অনুদান নেওয়া, আবার সেটি ক্লাবের কাছে অস্বীকার করতে চেষ্টা—এসব দেখে অনেক সদস্যই বলছেন
“প্রেসক্লাব না কি ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ?”
ঘটনা জানাজানি হতেই ক্লাবে তোলপাড়—
জরুরি সভায় অধিকাংশ সদস্য ওই তিনজনের বিরুদ্ধে লিখিত অনাস্থা দিয়েছেন।
এমন ঘটনায় বন্দরজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
গোপনীয়তা কেন? প্রশ্ন অসংখ্য
– অনুদান কেন গোপন রাখা হলো?
– কার স্বার্থে?
– প্রেসক্লাব কি হয়ে গেছে পকেট সংগঠন?
– আর মাসুদ কেন প্রেসক্লাবকে অনুদান দিলেন—এ প্রশ্নও ঘুরপাক খাচ্ছে।
রাজনীতি, টাকা আর বিতর্ক—নারায়ণগঞ্জে থামছে না নাটক
নারায়ণগঞ্জবাসীর মন্তব্য—
“যে দেশে টাকা কথা বলে, সেখানে নৈতিকতা থাকে নীরব হয়ে।”
মডেল মাসুদের দ্রুত উত্থান, সর্বত্র টাকার প্রভাব এবং প্রেসক্লাবের অনুদানকাণ্ড—সব মিলিয়ে নারায়ণগঞ্জে আবারও শুরু হয়েছে নতুন বিতর্ক, নতুন গুঞ্জন, আর পুরোনো প্রশ্ন—
“এ শহরে আসল শক্তি কি মানুষের ভোট, নাকি টাকার বস্তা ?”









Discussion about this post