নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেছেন, “যারা রাইফেল ক্লাবের অস্ত্র নিয়ে বিদেশে পালিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, অথচ ঘরে থাকা একজন নারী নেত্রীকে বারবার মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে—এটি অগ্রহণযোগ্য।” তিনি অবিলম্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর মুক্তি দাবি করেন।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত ত্বকী হত্যা মামলার ১৫৩ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
‘আইভী আজ জেলে, অথচ খুনিরা পালিয়ে বেড়ায়’
অ্যাডভোকেট মাসুম বলেন, “ত্বকী হত্যাকাণ্ডের পর নারায়ণগঞ্জে আর কোনো বড় ধরনের হত্যাকাণ্ড ঘটেনি, কারণ আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছি। তখন একজন নারী নেত্রী সাহস করে সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আজ সেই মানুষটি কারাগারে, আর খুন-গুমে জড়িতরা পালিয়ে বেড়াচ্ছে।”
তিনি অভিযোগ করেন, আইভীকে পাঁচ মামলায় হাইকোর্ট জামিন দেওয়ার পরও নতুন পাঁচটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন—এ সব মামলার নেপথ্যে কারা, প্রশাসন ও পুলিশ কার স্বার্থে কাজ করছে?
‘যিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তাকে হয়রানি কেন ?’
তিনি বলেন, “যে মানুষটি সরকারি দলে থেকেও প্রশাসন ও ওসমান পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, নারায়ণগঞ্জের সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলেছিল—তার মূল্যায়ন কি এই শহরে হবে না?”
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরেও যিনি পালাননি কারণ তার কোনো অন্যায় ছিল না, আজ তাকেই নিপীড়নের শিকার হতে হচ্ছে।
প্রশাসনের প্রতি সতর্কবার্তা
অ্যাডভোকেট মাসুম অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইভীর বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। তিনি প্রশাসনকে উদ্দেশ করে বলেন,
“আর কোনো ভুয়া মামলা দেবেন না। যারা সন্ত্রাসী তারা পালিয়েছে, অথচ যে নির্দোষ সে জেলে—এভাবে চলতে পারে না।”
ত্বকী হত্যাসহ সকল হত্যার বিচারের দাবি
অনুষ্ঠানে তিনি ত্বকীসহ নারায়ণগঞ্জের সব হত্যার দ্রুত বিচার দাবি করেন এবং বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে সন্ত্রাস থামবে না।
অনুষ্ঠানে বক্তারা
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন—
ত্বকীর পিতা রফিউর রাব্বি
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ
সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়
সিপিবির জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী
বাসদ জেলা আহ্বায়ক নিখিল দাস
ন্যাপ জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন
গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক তরিকুল সুজন
এনসিপি জেলা সমন্বয়ক আহমেদুর রহমান তনু
ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান
সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা
সামগ্রিকভাবে ত্বকী হত্যাসহ নারায়ণগঞ্জের সকল হত্যাকাণ্ডের বিচার এবং সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর মুক্তি দাবিতেই কর্মসূচি মুখর ছিল।









Discussion about this post