নগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ১০ মামলার পলাতক কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ মনির হোসেন ওরফে ‘ডিস মনির’ (৫৩)–কে গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হরিপুর এলাকায় র্যাব-১১, সিপিসি-১–এর আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই “বাংলাদেশ আমার অহংকার” শ্লোগানে সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধারসহ আলোচিত মামলার আসামিদের গ্রেফতারে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে পলাতক থাকা মাদক ব্যবসায়ী মনিরকে শনাক্ত করা হয়।
স্থানীয় সূত্র ও বিভিন্ন মিডিয়া তথ্যমতে, বন্দর থানার হরিপুর এলাকার আব্দুল করিমের ছেলে মনির হোসেন এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদকসহ চুরি, প্রতারণা ও বিশেষ ক্ষমতা আইনে মোট ১০টি মামলা রয়েছে। মাদক ব্যবসার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে দীর্ঘদিন ধরে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিলেন তিনি। তার অসামাজিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে দীর্ঘদিন ধরেই এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছিল।
মনির হোসেন তিনটি মামলায় আদালতের জারিকৃত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তার অপরাধমূলক কর্মকাণ্ড স্থানীয়ভাবে আতঙ্ক সৃষ্টি করে এবং গণমাধ্যমে প্রচারের পর সারাদেশে ব্যাপক সাড়া ফেলে।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী তাকে নারায়ণগঞ্জের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের এ সফল অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে এবং মাদকবিরোধী এ ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।









Discussion about this post