সোনারগাঁও প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১০ হাজার কেজি জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ৯ ডিসেম্বর রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থানরত একটি সন্দেহজনক কাভার্ডভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চালক ও হেলপারের মুচলেকা নিয়ে কাভার্ডভ্যানটি ছেড়ে দেওয়া হয়।
পরে জব্দকৃত মাছ নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
কোস্ট গার্ড জানায়, মাছের প্রজননকালীন সময়ে অবৈধভাবে জাটকা আহরণ দেশের মাছের সম্পদকে হুমকির মুখে ফেলে। ভবিষ্যতেও মৎস্যসম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানানো হয়।









Discussion about this post