সোনারগাঁও সংবাদদাতা :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চার্জে লাগানো মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. আলাউদ্দিন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির সার্জারি বিভাগের চিকিৎসক শাওন বিন রহমান।
তিনি জানান, আলাউদ্দিনের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিইউতে নেওয়ার পরও তার অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার পরিবারের অন্য তিন সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে ৬ ডিসেম্বর গভীর রাতে সোনারগাঁ উপজেলার কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের পেছনের পাঠাত্তা এলাকার একটি ভাড়া বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তখন বাসায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রচণ্ড শব্দ হলে স্থানীয়রা ছুটে এসে চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।
প্রতিবেশীরা জানান, বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘরে ঢুকে দেখা যায় চার্জে থাকা মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়ে ঘরের ভেতর আগুন ছড়িয়ে পড়েছে। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সতর্কতা ও সচেতনতা বৃদ্ধির দাবি করেছেন স্থানীয়রা।









Discussion about this post