মহানগর প্রতিনিধি :
নারায়ণগঞ্জ বন্দরে নির্মাণাধীন জাহাজ পরিদর্শন শেষে নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখায়াত হোসেন বলেছেন, “পতিত স্বৈরশাসকের দুঃশাসনে দেশের প্রায় প্রতিটি সেক্টর ধ্বংস হয়ে গিয়েছিল। ছাত্র–জনতার বীরত্বপূর্ণ অভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ বিধ্বস্ত পরিস্থিতি থেকে দায়িত্ব গ্রহণ করে একে একে প্রতিটি খাতে সংস্কারের কাজ শুরু করেছে।”
আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ বন্দরের কর্ণফুলী শিপ বিল্ডার্সে নির্মাণাধীন জাহাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, “দায়িত্ব নেওয়ার পর দেখতে হয়েছে নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের ভয়াবহ ভঙ্গুর অবস্থা। শ্রমিকদের নানাবিধ দাবি–দাওয়া নিয়ে অসন্তোষ নিরসন এবং দখল হয়ে যাওয়া নদীগুলোকে মুক্ত করা ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ। তবে এখন অনেকটাই উত্তরণ সম্ভব হয়েছে। জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।”
পরিদর্শনে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবীর, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ শিবানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি এবং বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সংশয়ের সুযোগ নেই। সব প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রয়াস চালাচ্ছে।”
গুম–সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তাদের জন্য সেনানিবাসে বিশেষ কারাগার তৈরির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন,
“এ বিষয়ে এখনই কথা বলতে চাই না। বর্তমান প্রক্রিয়া শেষ হওয়ার পর বিস্তারিত জানানো হবে।”
দেশের নৌ ও শ্রম খাতের পুনর্গঠনে চলমান উদ্যোগ এবং কর্মপরিকল্পনার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান, সরকার দীর্ঘমেয়াদি শৃঙ্খলা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে এবং এই ধারা অব্যাহত থাকবে।









Discussion about this post