সোনারগাঁও প্রতিনিধি :
সোনারগাঁ থেকে ঢাকার পথে চলন্ত দোয়েল লিমিটেডের একটি বাসে ঘটে গেল বিরল কিন্তু মানবিকতায় ভরা এক চমকপ্রদ ঘটনা।
আজ ঢাকা মেট্রো ব-১২-৯০০৮ নম্বরের ওই বাসে যাত্রাকালীন সময়েই এক প্রসূতি মা জন্ম দিলেন একটি সুস্থ নবজাতকের।
হঠাৎ প্রসব বেদনা শুরু হলে বাসের যাত্রীরা দ্রুত এগিয়ে আসেন সাহায্যের জন্য। যাত্রীদের মধ্য থেকেই একজন নারী সাহসিকতার সঙ্গে সহায়তা করেন প্রসব প্রক্রিয়ায়। তাদের তাৎক্ষণিক সহযোগিতা এবং মানবিক উদ্যোগে নিরাপদেই জন্ম নেয় শিশুটি। মা ও নবজাতক দুজনই বর্তমানে সুস্থ আছেন।
পরে বাসের চালক, সহকারী, উপস্থিত যাত্রীরা, দায়িত্ব পালনরত ট্রাফিক কনস্টেবল, সার্জেন্টসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারাও পুরো পরিস্থিতি সামাল দিতে সহযোগিতা করেন। তাদের দ্রুত সিদ্ধান্ত, সহযোগিতা ও সমন্বয় এই মানবিক ঘটনার সফল পরিণতি নিশ্চিত করে।
ঘটনাটির স্বাক্ষী সকল যাত্রী ও সহায়তাকারী ব্যক্তিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে দোয়েল লিমিটেড কর্তৃপক্ষ।
তারা বলেন, “মানুষ মানুষের জন্য—আজ তা আবারও প্রমাণ হলো। মানবিকতার এই সম্মিলিত দৃষ্টান্ত আমাদের অনুপ্রাণিত করবে।”
চলন্ত বাসে নবজাতকের জন্ম শুধু একটি ঘটনাই নয়—বরং এটি যাত্রীদের মানবিকতা, তাৎক্ষণিক সহযোগিতা ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল উদাহরণ।









Discussion about this post