নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে নগরীর গলাচিপা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রবিউল হোসেনকে গ্রেপ্তার করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, রবিউল হোসেনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রয়েছে। ওই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি জানান।
রবিউল হোসেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক তার অন্তত দু’জন প্রতিবেশী জানান, গণঅভ্যুত্থানের পর অন্যান্য আওয়ামী লীগ নেতাদের মতো তিনিও এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। তবে সম্প্রতি তিনি আবার নিজের বাড়িতে যাতায়াত শুরু করেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগেই নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন ছাত্র-জনতা।
বুধবার বিকেলে বিকেএমইএ ভবনে একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে স্বরাষ্ট্র উপদেষ্টার পথরোধ করে বিক্ষোভকারীরা ওসমান পরিবারের সহযোগীসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ সাত দফা দাবি উত্থাপন করেন।
ওই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে মামলা না থাকলেও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এই নির্দেশনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আওয়ামী লীগ নেতা রবিউল হোসেনের গ্রেপ্তারের ঘটনা সামনে আসায় বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।









Discussion about this post