নিজস্ব প্রতিবেদক :
🔴 ব্রেকিং | সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
আপডেট ১ | দুপুর ২:০০টা
বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর দেড়টা থেকে নাসিক ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক এলাকায় অবরোধ শুরু হয়।
আপডেট ২ | দুপুর ২:৩০টা
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
আপডেট ৩ | শ্রমিকদের অভিযোগ
শ্রমিকদের অভিযোগ, ‘KORES Bangladesh PLC’ নামের পোশাক কারখানাটি কোনো পূর্ব নোটিশ ছাড়াই এবং বকেয়া বেতন পরিশোধ না করে হঠাৎ বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে তারা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।
আপডেট ৪ | পুলিশের বক্তব্য
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, “শ্রমিকদের সঙ্গে কথা বলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তাদের দাবি যৌক্তিক। মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। যানজট ধীরে ধীরে কমছে।”
আপডেট ৫ | প্রশাসনিক তৎপরতা
পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তবে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।









Discussion about this post