নগর প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে আলাদা দুটি ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ও শনিবার দুপুরে পৃথক সময় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম ঘটনায় মো. হৃদয় মল্লিক (২২) নামে এক গার্মেন্টস কর্মীর মরদেহ শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের আদমজী নগর এলাকার শরীফ টাওয়ারের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়। তিনি ওই ভবনের চতুর্থ তলায় একাই বসবাস করতেন।
প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকালে হৃদয়কে অচেতন অবস্থায় দেখতে পান তারা। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে সিদ্ধিরগঞ্জ থানাকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত হৃদয় মল্লিক পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বাসিন্দা ছিলেন এবং স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে কোনো চিরকুট বা সুস্পষ্ট কারণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ওসি মো. আব্দুল বারিক জানান, “মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে আমরা সব দিক খতিয়ে দেখছি।”
পৃথক আরেক ঘটনায় একই থানাধীন এলাকায় শনিবার দুপুরে আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাটিও তদন্তাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।









Discussion about this post