নিজস্ব প্রতিবেদক :
শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার দীর্ঘ পথচলার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করল নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজ। প্রতিষ্ঠানটির নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ শিক্ষাবিদ প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান।
আজ রবিবার (২১ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি কলেজ প্রশাসনের নেতৃত্বে যুক্ত হন। এ সময় কলেজ প্রাঙ্গণে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম, শিক্ষা ক্যাডার অফিসার্স কাউন্সিলের সম্পাদক প্রফেসর মোহাম্মদ মইনুল আশরাফ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষক-কর্মকর্তারা।
দায়িত্ব নেওয়ার পর প্রফেসর সাখাওয়াত হোসেন খান বলেন, “তোলারাম কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি নারায়ণগঞ্জের শিক্ষা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এই প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রেখে শিক্ষার গুণগত মান আরও উন্নত করাই আমার প্রধান লক্ষ্য।”
তিনি শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলাপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ এবং সহশিক্ষা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।
দীর্ঘ অভিজ্ঞতার ঝুলিতে নতুন দায়িত্ব
প্রফেসর সাখাওয়াত হোসেন খানের শিক্ষকতা জীবন শুরু হয় ১৯৯৬ সালের ১০ আগস্ট। ১৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের মাধ্যমে তিনি রংপুর সরকারি কলেজে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবনে প্রবেশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারী এই শিক্ষাবিদ দীর্ঘদিন ধরে শিক্ষা প্রশাসনের নানা স্তরে দায়িত্ব পালন করেছেন।
শুধু শ্রেণিকক্ষ নয়, শিক্ষার্থীদের নেতৃত্ব ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এবং বাংলাদেশ রোভার স্কাউটসের কার্যক্রমের সঙ্গেও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
বর্তমানে তিনি বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডার অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন—যা তার প্রশাসনিক অভিজ্ঞতা ও পেশাগত গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ।
আশার বার্তা শিক্ষক-শিক্ষার্থীদের
নতুন অধ্যক্ষের যোগদানে তোলারাম কলেজে শিক্ষা কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। অনেকের মতে, অভিজ্ঞতা ও নেতৃত্বের সমন্বয়ে তিনি কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করবেন।
ঐতিহ্য, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে তোলারাম কলেজের সামনে যে নতুন অধ্যায় শুরু হলো—তা কতটা সফল হয়, সেই প্রত্যাশায় এখন চোখ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের।









Discussion about this post