নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাইকেরটেক ব্রিজ সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ি।
আজ রোববার (২৮ ডিসেম্বর ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে নৌ পুলিশের একটি টহল দল মরদেহটি নদীতে ভাসমান অবস্থায় দেখতে পায়।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মরদেহটি আনুমানিক ২৮ থেকে ৩০ বছর বয়সী এক পুরুষের।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি প্রায় ৫ থেকে ৬ দিন আগে মৃত্যুবরণ করেছেন। তবে মরদেহটির পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনাটি এলাকায় চরম শোক ও বেদনাবোধের সৃষ্টি করেছে।
নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা অনেকেই অজ্ঞাত এই যুবকের পরিচয় ও মৃত্যুর কারণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কারও নিখোঁজ স্বজন কি এই মরদেহটির সঙ্গে মিলে যায়—এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে।
নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে।
একই সঙ্গে নিহত ব্যক্তির পরিচয় সনাক্তের জন্য সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে পুলিশ। কোনো ব্যক্তি যদি নিখোঁজ স্বজনের সন্ধান পেয়ে থাকেন অথবা মরদেহ সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে নিকটস্থ থানা বা কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
অজ্ঞাত এই মৃত্যুর পেছনের রহস্য উদঘাটন এবং পরিচয় সনাক্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা আর উৎকণ্ঠায় দিন গুনছে একটি অচেনা পরিবার—যাদের কাছে এখনও পৌঁছেনি প্রিয়জন হারানোর নির্মম সংবাদ।









Discussion about this post