নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলের প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বছরের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এর আগে তাকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় নীতিমালা ও সাংগঠনিক বিবেচনায় বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ভবিষ্যতে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন।
এ বিষয়ে দলীয় নেতারা বলেন, বিএনপি সবসময় সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা ও ন্যায়সংগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্ব দিয়ে থাকে। ভুল সংশোধনের সুযোগ দেওয়া এবং সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যেই এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
চিঠিতে আরও জানানো হয়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ ও নজরুল ইসলাম আজাদসহ নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. মামুন মাহমুদ এবং প্রথম যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৫ মে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
সে সময় বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।









Discussion about this post