নগর প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় ত্রিমুখী সংঘর্ষে রাতুল ইসলাম রবি (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন।
এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৭ জানুয়ারি) রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি ক্যানেলপাড় এলাকার ১০ পাইপ সংলগ্ন সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাতুল ইসলাম রবি নাসিক এক নম্বর ওয়ার্ডের পাগলাবাড়ি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. ফারুক।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতুল ও তাঁর একাধিক বন্ধু দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে জালকুড়ির দিকে যাচ্ছিলেন।
একই সময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে করে এক দম্পতি তাঁদের শিশু সন্তানকে নিয়ে ফিরছিলেন। হঠাৎ করে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রাতুল মারা যান। আহত হন আরও কয়েকজন।
স্থানীয় বাসিন্দা সোহেল বলেন, “আমরা জালকুড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ খুব জোরে শব্দ শুনে দেখি তিনটি মোটরসাইকেল একসঙ্গে সংঘর্ষে পড়ে গেছে। একজন ঘটনাস্থলেই মারা যান, বাকিরা রাস্তায় পড়ে কাতরাচ্ছিলেন।”
আরেক প্রত্যক্ষদর্শী আসলাম জানান, নিহত তরুণটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিলেন এবং তাঁর পেছনে থাকা বন্ধুটিও একইভাবে আসছিল। ঠিক সেই সময় সামনে থেকে শিশুসহ একটি দম্পতির মোটরসাইকেল চলে আসে, ফলে ভয়াবহ সংঘর্ষ ঘটে।
এ ঘটনায় আহতদের মধ্যে হাবিব ও বিজয় নামে দুজনের পরিচয় পাওয়া গেছে। তবে শিশুসহ ওই দম্পতির পরিচয় ও বর্তমান অবস্থার বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান বলেন, “আমরা নিহতের বাড়ির সামনে অবস্থান করছি এবং স্বজনদের সঙ্গে কথা বলছি। দুর্ঘটনায় জড়িত দুটি মোটরসাইকেল আমাদের হেফাজতে আছে। তবে আরেকটি মোটরসাইকেল ও দম্পতির বিষয়ে এখনো কোনো সন্ধান মেলেনি।”
এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।









Discussion about this post