রূপগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল, রাইফেল, গুলি, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ টাকাসহ ছয়জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কর্নগোপ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইসমাইল ভূঁইয়া ও আবু সাইদের বসতবাড়ি থেকে সন্ত্রাসী চক্রের সদস্যদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. ফাহিম ভূঁইয়া (৩৫), নূরে মোহাম্মদ (১৮), খোকন মিয়া (৫৫), নাহিদ (১৮), মো. জোবায়ের (২৪) এবং এসএম তৌহিদুজ্জামান (২১)।
তারা সবাই কর্নগোপ এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানকালে তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড পিস্তলের গুলি, একটি কাটা রাইফেল, দুই রাউন্ড রাইফেলের গুলি, দুটি চাপাতি, ৩৬০ গ্রাম গাঁজা, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ২১ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তারা এলাকায় অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এলাকায় সন্ত্রাস ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









Discussion about this post