উপজেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ চিত্র ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। একের পর এক অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, মাদক ও নগদ অর্থ উদ্ধারের ঘটনা স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
সর্বশেষ শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের ধন্দী ভিটি কামালদি এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র, মাদক ও নগদ অর্থ উদ্ধার করে। এ সময় চারজনকে আটক করা হয়।
আড়াইহাজার থানা পুলিশ জানায়, হাইজাদি ইউনিয়নের ধন্দী ভিটি কামালদি এলাকার বাসিন্দা নাঈম (৩৮)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড পিস্তলের গুলি, নগদ ১৬ লাখ ৯০ হাজার টাকা, ১০৫ পিস ইয়াবা এবং আনুমানিক ১৪ থেকে ১৫টি দা, ছুরি ও চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানকালে নাঈম ছাড়াও রুবেল ভূঁইয়া (৩৩), সুমন (৩০) ও রুনা আক্তার (৩৪) নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা সবাই আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এর আগেও আড়াইহাজারে একাধিক ঘটনায় যৌথ বাহিনীর অভিযান চালানো হয়।
মাত্র একদিন আগেই উপজেলার কালাপাহাড়িয়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিএনপির এক নেতাসহ পাঁচজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়, যার মধ্যে আড়াইহাজার থানা থেকে অগ্নিসংযোগের মাধ্যমে লুট হওয়া অস্ত্রও ছিল বলে জানা গেছে।
একই ধারাবাহিকতায় শুক্রবার ও শনিবার রাতের অভিযানে ফের অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠছে এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়া ও সন্ত্রাসী তৎপরতার কারণে দীর্ঘদিন ধরেই এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও নগদ অর্থের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হবে।
পরপর এসব ঘটনায় স্পষ্ট হয়ে উঠছে, আড়াইহাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক অবস্থায় পৌঁছেছে। অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রাখার পাশাপাশি স্থায়ীভাবে সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের উৎস চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।









Discussion about this post