রূপগঞ্জ প্রতিনিধি :
রূপগঞ্জে পূর্বাচলের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রাঙ্গণ থেকে গভীর রাতে উদ্ধার হওয়া তিন শিশুকে হেফাজতে নিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
শিশুদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এই ঘটনা।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জ থানার মাধ্যমে উদ্ধারকৃত শিশুদের আনুষ্ঠানিকভাবে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়। এর আগে একই দিন ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্য মেলা এলাকা থেকে পুলিশ টহল দল শিশু তিনজনকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া শিশুদের মধ্যে সাজু (৮) ও জান্নাত (৫) নামের দুই শিশুর বাবার নাম রহিম এবং মামুনের ছেলে রোহান (১০)।
তবে তাৎক্ষণিকভাবে তাদের স্থায়ী ঠিকানা কিংবা কোন থানার আওতাভুক্ত—সে তথ্য নিশ্চিত করা যায়নি।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোকতার হোসেন জানান, ভোররাতে পূর্বাচল পুলিশ ক্যাম্পের এএসআই পংকজ সূত্রধর সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত টহল পরিচালনার সময় মেলা প্রাঙ্গণে শিশু তিনজনকে একা ও অসহায় অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে রূপগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, বিষয়টি অবহিত করা হলে রূপগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর শিশুদের দায়িত্ব গ্রহণ করে। বর্তমানে তাদের প্রয়োজনীয় দেখভাল, নিরাপত্তা ও মানসিক সহায়তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি শিশুদের পরিবারের পরিচয় ও ঠিকানা শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
গভীর রাতে জনাকীর্ণ মেলা এলাকা থেকে এভাবে তিন শিশুর উদ্ধার হওয়া সমাজে শিশু নিরাপত্তা, পারিবারিক দায়িত্ব ও সামাজিক অবহেলা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
অভিভাবকহীন এই শিশুরা কীভাবে এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে পৌঁছাল—তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল।
সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, শিশুদের স্বার্থ ও সুরক্ষা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।









Discussion about this post