নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ :
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের বড় পুত্র নিবিড় ইসলাম ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১১ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, এর আগে তিনি একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজ রাত ১১টায় রূপগঞ্জের মাঝিনা মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নিবিড় ইসলামের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে রাজনৈতিক অঙ্গন ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে। জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় নেতাকর্মীরা বলেন, “স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিকের বড় পুত্র নিবিড়ের এই অকাল প্রয়াণ আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।”









Discussion about this post