নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন সিলেট সফরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সফরকে সফল ও স্মরণীয় করে তুলতে জেলা ও উপজেলা পর্যায়ে জোর প্রস্তুতি শুরু করেছে দলটি।
এ লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন থানা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সভাগুলোতে কর্মসূচির সার্বিক প্রস্তুতি, জনসমাগম, শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলা বিএনপির নেতারা জানান, তারেক রহমানের সিলেট সফর উপলক্ষে রূপগঞ্জে একটি বিশাল সংবর্ধনা ও জনসভার আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ কর্মসূচির সম্ভাব্য স্থান নির্ধারণে ঢাকা–সিলেট মহাসড়কের পাশের একাধিক মাঠ পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
মাঠের ধারণক্ষমতা, যাতায়াত ব্যবস্থা ও নিরাপত্তা বিষয়গুলো বিবেচনায় নিয়ে স্থান চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।
নেতারা আরও জানান, তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম প্রতীক। তার সফরকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সর্বোচ্চ সাংগঠনিক শক্তি ও সক্ষমতা কাজে লাগিয়ে কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুত রয়েছে।
সংবর্ধনা ও জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক টিম, শৃঙ্খলা কমিটি ও প্রচার উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ধারাবাহিক প্রস্তুতি সভা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “তারেক রহমানের এই সফর নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। এটি আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”









Discussion about this post