রূপগঞ্জ প্রতিনিধি : (নবীউর রহমান)
রূপগঞ্জে গৃহবধূকে গলাকেটে হত্যা, অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকায় গৃহবধূ হত্যাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ আমেনা বেগম (৪০) দুই সন্তানের জননী। তিনি কাঞ্চন-ক্যারাবো দেওয়ান বাড়ি এলাকার ব্যবসায়ী দেওয়ানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তের ছুরিকাঘাতে গলাকেটে আমেনা বেগমকে হত্যা করা হয়।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত হিসেবে সন্ত্রাসী মেহেদী হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করে।
তবে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের হেফাজত থেকে তাকে ছিনিয়ে নেয়। পরে তাকে বেধড়ক মারধর করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মেহেদী হাসান কাঞ্চন পৌর এলাকার মৃত রেজাউল করিমের ছেলে। তার বাড়ি কাঞ্চনপুর এলাকার মস্তাপুরে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অতিরিক্ত অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গৃহবধূ হত্যাকাণ্ড এবং পরবর্তী গণপিটুনির ঘটনায় পৃথকভাবে তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে একই ঘটনায় দুটি প্রাণহানির বিষয়টি স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের জন্ম দিয়েছে। সচেতন মহল আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মোঃ মেহেদী ইসলাম নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, ঘটনাস্থল কাঞ্চনের কেরাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করা হচ্ছে। একই সাথে দুইটি মরদেহ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আর বিস্তারিত আরো ব্যাপক অনুসন্ধানের পরে বলা যাবে।









Discussion about this post