রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন— ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকার আমানউল্লাহর ছেলে তানজিদ, আলাউদ্দিনের ছেলে রিফাত এবং পাড়াগাঁও এলাকার রোকন উদ্দিনের ছেলে রিদুল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শুক্রবার বিকেলে রূপগঞ্জ থানা কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর শরিফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে আটক তিনজনের হেফাজত থেকে এক হাজার ৬২১ বোতল ফেনসিডিল ও স্কাব, ১০৮ কেজি গাঁজা এবং প্রায় সাড়ে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মেজর শরিফ আহমেদ আরও বলেন, “মাদকের বিরুদ্ধে যৌথ বাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”
তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হবে।
এদিকে, যৌথ বাহিনীর এই অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী মাদকবিরোধী এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।








Discussion about this post