সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাবো ব্রীজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সাতজন ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় স্থানীয়দের গণধোলাইয়ে তারা আহত হন।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টহল দল সড়কের পাশে একটি জঙ্গলে সন্দেহজনকভাবে অবস্থানরত ১০-১২ জনের একটি ডাকাত দলের উপস্থিতি টের পায়।
পুলিশ টর্চলাইট জ্বালালে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে স্থানীয়দের সহায়তায় সাতজনকে আটক করা হয়।
আটক ডাকাতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছোরা, চাপাতি, লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটকের পর বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের গণধোলাই দেয়। পরে আহত অবস্থায় পুলিশ পাহারায় তাদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. আবদুল্লাহ (২২), মিন্টু (২১), হৃদয় বিশ্বাস (২০), সাগর (২৩), শিপন (১৮), জাকির হোসেন (২৫) ও জিতেন্দ্র বর্মন (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল থেকে গোলাকান্দাইল এলাকা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় সন্ধ্যার পর থেকেই ডাকাতদের তৎপরতা বেড়ে যায়।
বিশেষ করে যাত্রীবাহী বাস, ব্যবসায়ীদের গাড়ি এবং বিদেশফেরত যাত্রীদের বহনকারী যানবাহনকে টার্গেট করে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নেয় ডাকাতরা। এতে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ও প্রবাসীরা চরম আতঙ্কে রয়েছেন।
এ ঘটনায় ডাকাতদের গাড়িতে তুলতে গেলে উত্তেজিত কিছু লোক পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ আটক ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেয়।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবদুল হক জানান, “দেশীয় অস্ত্রসহ সাতজন ডাকাতকে আটক করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দিয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, “এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে আটক করা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।”
স্থানীয়দের দাবি, এশিয়ান হাইওয়ে সড়কে স্থায়ী পুলিশ চেকপোস্ট ও নিয়মিত টহল জোরদার করা না হলে এ ধরনের অপরাধ আরও বাড়বে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।








Discussion about this post