আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আপন দুই খালাতো ভাই মোটরসাইকেলে কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে কুমিল্লার ময়নামতি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের উদয়দী গ্রামের রফিকের ছেলে আরিফ (৩২) এবং দরিয়াবাদ গ্রামের মৃত জব্বারের ছেলে মিজান (৩৫)। তারা দুজন সম্পর্কে আপন খালাতো ভাই।
স্বজনদের বরাতে জানা যায়, শুক্রবার সকালে আরিফ ও মিজান একটি মোটরসাইকেলে করে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।
পথে কুমিল্লার ময়নামতি এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন নিহতদের সঙ্গে থাকা মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করে স্বজনদের খবর দেন। পরে আত্মীয়-স্বজন কুমিল্লায় গিয়ে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যার দিকে মরদেহ দুটি নিজ বাড়িতে নিয়ে আসেন।
একসঙ্গে দুই খালাতো ভাইয়ের মৃত্যুর খবরে আড়াইহাজারের উদয়দী ও দরিয়াবাদ গ্রামে নেমে আসে শোকের ছায়া।
নিহত আরিফ তিন সন্তানের জনক হওয়ায় পরিবারটি পড়েছে চরম অনিশ্চয়তায়। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








Discussion about this post