সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেরার সোনারগাঁ উপজেলায় একটি বসত ঘর থেকে ৮টি (কালি পানস) বিষধর সাপের বাচ্চা উদ্ধার করেছে সাপুড়ে।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের বরগাঁও আদমপুর গ্রামের ওমর আলী মুন্সির বাড়ির ঘর থেকে সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, রূপগঞ্জের তারাব এলাকা থেকে মোস্তফা ও মতিন মিয়া নামে দুইজন সাপুড়ে এসে ঘরের ভিতরের গর্ত থেকে ৮টি সাপের বাচ্চা উদ্ধার করে। এ সময় সাপের ৩০টি ডিমের খোসা পাওয়া যায়। তবে মা সাপটিকে উদ্ধার করতে পারেনি তারা। উদ্ধার হওয়া সাপের বাচ্চাগুলো সাপুড়ে নিয়ে গেছে।
এদিকে এ ঘটনায় এলাকায় বিষধর সাপ আতঙ্ক সৃষ্টি হলেও উদ্ধার বাচ্চাগুলোকে দেখতে ওমর আলী মুন্সীর বাড়িতে শতশত মানুষ ভীড় জমিয়েছে।
ওমর আলী মুন্সির ছেলে মো. আজিজ মিয়া বলেন, কয়েকদিন আগে তার বসত ঘরে একটি সাপের খোলস দেখতে পান তার স্ত্রী। গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ঘরের মাটিতে বিছানো রেকসিনের নিচে একটি বিষধর সাপের বাচ্চা পাওয়া যায়। পরে সেটিকে মেরে ফেলা হয়।
সাপুড়ে মোস্তফা ও মনিত বলেন, আমরা সাপের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। পরে ঘরের ভিতর মাটি খুড়ে বিষধর ৮টি কালি পানস সাপের বাচ্চা উদ্ধার করি। এ সময় ৩০টি ডিমের খোসাও পেয়েছি। তবে মা সাপটি পালিয়ে গেছে।









Discussion about this post