নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের পাগলা নয়ামাটি এলাকায় কিশোরীকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার পর থানার অভিযোগ করেছে ধর্ষিতার মা। এ ঘটনায় পলাতক রয়েছে অভিযুক্ত ফ্লেক্সিলোডের দোকানী।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ধর্ষণের ঘটনায় মামলা নিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
অভিযুক্ত ফ্লেক্সিলোডের দোকানীর নাম নূর নবী (২৫)। সে নয়ামাটি এলাকায় নূর কম্পিউটার শোপের মালিক ও পশ্চিম দেলপাড়া খালপাড় এলাকায় মোকলেছ মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল খালেকের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ফ্লেক্সিলোড দোকানে আসার সুবাধে নুর নবীর সাথে ফোনে প্রেমের সম্পর্ক হয় ১৪ বছরের কিশোরীর। বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীর সাথে শারিরীক সর্ম্পক করতেন নুর নবী। তারই ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট সকাল ১১ টায় নূর নবী মেয়েটিকে ডেকে এনে শারিরীক সর্ম্পকে লিপ্ত হয়। এ সময় দোকানের মালিক দেখে ফেললে নূর নবী ঘটনা স্থান থেকে পালিয়ে যায়।
এমন ঘটনায় গত দুই দিন এলাকার একটি চিহ্নিত চক্র ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করে । এক পর্যায়ে মেয়ের পরিবার থেকে নুর নবীর পরিবারে বিয়ের প্রস্তাব পাঠানো হয়। ব্যাপারটি ছেলের পরিবার গুরুত্ব না দেওয়ায় বিকালে অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। আসামি নূর নবী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে । একই সাথে এই ঘটনায় কোন সালিসির খবর পাওয়া যায় নাই ।









Discussion about this post