রূপগঞ্জ উপজেলার নাওড়া গ্রামের বিতর্কিত নব্য ধনী আন্ডা রফিকের উদ্যোগে অসহায় কিছু পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করার ঘটনায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে ।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের বিরলবাড়ির টেক এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করে আন্ডা রফিক ও তার অনুসারীরা । এ সময় ফটোসেশানের দৃশ্য দেখে অনেকেই করেছেন সমালোচনা ।
ঘটনাস্থলে উপস্থিত অনেকেই কঠোর ভাষায় মন্তব্য করে বলেছেন, “করোনার চরম দুঃসময়ে আন্ডা রফিকের কোন খোজ পায় নাই এলাকার কেউ। অথচ এখন এসেছে ত্রাণ নিয়ে। কয়েকজনকে ত্রাণ দেয়ার পর সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে নানা অপকর্মের হোতা ভুমিদস্যু আন্ডা রফিক হাজার হাজার দরিদ্র পরিবারকে সহায়তা করছে বলে প্রচারের ব্যবস্থা করেন।
এই আন্ডা রফিক কয়েক বছর আগেও রাজধানীর উত্তর বাড্ডার ফুটপাতে বসে আণ্ডা বিক্রি করতো সেই রফিক এখন আবার এমপি হওয়ার খায়েশে দিবাস্বপ্নে মশগুল রয়েছে । অথচ কিছুদিন আগেও স্থানীয় সংসদ সদস্য এবং বিচক্ষণ পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর কাছে অনুনয় বিনয় করে ক্ষমা চেয়ে কোন্দল নিরসন করলেও আবার নতুন করে আগামীতে রূপগঞ্জের ভুমিদস্যু ও গডফাদার হতে ছক একে যাচ্ছে । তার (আন্ডা রফিকের) কারণে নাওড়া, বেরাইত ও কাঠালদিয়ার অনেকের জমি নিয়ে ভুমিদস্যুতা করে নিঃস্ব করেছে । যাদের কান্না এখনো থামে নাই । আর সেই আন্ডা রফিকের কান্ড দেখে অনেকেই এখন হাসে । ” ( এলাকাবাসীর এমন ক্ষোভের রেকর্ড সংরক্ষিত রয়েছে)
যানা যায়, দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন ও রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ওরফে আন্ডা রফিক ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান।
এছাড়া আনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় হকার্স লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন কমল, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু, দাউদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ন কবির ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সেকান্দার আজিজ, যুবলীগ নেতা খায়রুল আলম নয়ন, মহিলা ইউপি সদস্য মাকসুদা আক্তার, ইয়াসমিন বেগম প্রমুখ ।









Discussion about this post